ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, ৭১ ও ৭৫ এর খুনি চক্ররা মিলিত হয়ে সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকাল ৫টায় দলটির জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির প্রথমে পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু, কনক কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
এছাড়াও কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।