অসহায় মাছ বিক্রেতা তাহেরাকে ভ্যান কিনে দিলেন মেয়র সাইদুল করিম মিন্টু
কাজী মোহাম্মদ আলী পিকু, ঝিনাইদহ:
মাছের হাড়ি মাথায় নিয়ে প্রতিদিনই বিভিন্ন পাড়ায় মাছ বিক্রি করতে দেখা যায় তাহেরা কে। সংসার চালাতে জীবন সংগ্রামে পিছু হটেনি তাহেরা। ৪০ কেজি ওজনের মাছের হাড়ি মাথায় নিয়ে বিভিন্ন পাড়ায় ঘুরতে খুবই কষ্ট হতো, তারপরেও মাছ ফেরীকরা ছাড়েনি তাহেরা। সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামের বিশারত শেখের মেয়ে বর্তমানে পৌর এলাকায় বাস করেন। গতকাল রবিবার ঝিনাইদহ পৌরসভার মানবিক মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু মানুষের মুখে শুনে নিজেই একটি নতুন ভ্যান কিনে চালিয়ে পৌছে যান তাহেরার বাড়ী। তাহেরা খাতুনের কষ্ট লাঘবের জন্য এবং সুন্দর ভাবে সংসার পরিচালনার জন্য এই উপহার দিলেন মেয়র। তাহেরা এই ভ্যান পেয়ে বেজায় খুশি, মেয়রের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুধু তাহেরাই নয় এরকম অনেককেই তিনি শিক্ষা, চিকিৎসা, বিবাহ, ঘর নিমার্ণসহ নানা প্রয়োজনে সাহায্য করে থাকেন। ঝিনাইবাসী এরকম মানবিক মেয়র কে আরও বড় স্থানে দেখার প্রত্যাশা করে।