অসহায় পাগলী মায়ের সন্তান আব্দুল্লাহর দায়িত্ব নিলেন মেয়র সাইদুল করিম মিন্টু
ঝিনাইদহ প্রতিনিধিঃ
সাম্প্রতিক ০৬/১০/২০২০ তারিখে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ টিভি ফেসবুক আইডিতে “পাগলীর সন্তানের দ্বায় কে নেবে ” এমন একটি শিরোনামে অসহায় পাগলি মায়ের এতিম শিশুর বাস্তব চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনটিতে শিশুটির করুণ অবস্থা ও শিশুটির বর্তমান পালিত বৃদ্ধ পিতা-মাতার দরিদ্রতার নির্মম বাস্তবতা চিত্র ফুটিয়ে তোলা হয়।ঝিনাইদহের মানবিক সংগঠন হেব্বিগ্রুপ শিশুটিকে সহায়তা করার জন্য শীতবস্ত্র,জুতা, খেলনা সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় উপহার দিয়ে হেব্বি গ্রুপ পরিবারের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করে।এদিকে শিশুটির জন্য ও তার পালিত পিতামাতার জীবনমানের টেকসই উন্নয়নের জন্য মানবতার কল্যানে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন ঝিনাইদহের জননন্দিত পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি শিশুটির প্রচারিত প্রতিবেদনটি দেখার পর শিশুটির সাথে তাৎক্ষনিক সাক্ষাতের ব্যবস্থা করে শিশুটিকে বুকে টেনে নেন আর পালিত বৃদ্ধ বাবার কর্মসংস্থানের জন্য নিজস্ব অর্থায়নে আধুনিক ব্যাটারিচালিত রিকশা প্রদান করেন। এছাড়াও তিনি বৃদ্ধ মা-বাবাকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি শিশু আব্দুল্লাহর পরিবারের বসবাসের জন্য ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ’র সাথে কথাবলে “মুজিবর্ষের আশ্রয়ন প্রকল্পের” আওতায় সরকারি জায়গায় পরিবারটির জন্য মাথাগোঁজার ঠাঁই করে দেওয়ারও ব্যবস্থা করেন। তিনি বলেন, “যতদিন বেঁচে আছি ততদিন আমি আব্দুল্লাহর পরিবারের সার্বিক সাহায্য সহযোগিতার করে পাশে থাকবো”।শুধু আব্দুল্লাহ নয়,এই সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মানবকল্যাণমূলক কাজে সর্বদা সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো।