ঝিনাইদহে অসহায় ভ্যান চালক আশাদুল হককে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ( রাজস্ব)। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা দোড়া ইউনিয়নের পাচলিয়া গ্রামের মো: আশাদুল হক,পিতা মো: জুমার আলী। পেশায় ছিলেন ভ্যান চালক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। এক বছর আগে তার পায়ে ক্ষত দেখা দেয়। এক পর্যায়ে তা এখন বড় আকার ধারণ করেছে। তার দুটো পা-ই কেটে বাদ দিতে হবে। ডাক্তার দেখাবেন,ওষুধ খাবেন সে টাকা পয়সাও নেই। অবশেষে ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমানের কাছে আর্থিক সহায়তার আবেদন করেন তিনি। জেলা প্রশাসক মহোদয় তাকে ২০,০০০/= (বিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।