দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক অন্যদিগন্ত পত্রিকার খুলনা বিভাগের ব্যুরো প্রধান মনোনীত হয়েছেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু এবং খুলনা বিভাগের বিশেষ প্রতিনিধি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম ।
এ সংক্রান্ত প্রয়োজনীয় অফিসিয়াল চিঠি তার হাতে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান শাহিদুর রহমান সন্টু।
অফিসিয়াল চিঠিতে তাদের গত সোমবার ১৪ তারিখ থেকে খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। শাহিদুর রহমান সন্টু জাতীয় দৈনিক কালবেলা,স্বাধীন বাংলা,প্রভাত ফেরী পত্রিকাসহ অনলাইন পোর্টালে কাজ করেছেন।
এদিকে সাইফুল ইসলাম জাতীয় দৈনিক যুগ-যুগান্তর পত্রিকাসহ স্থানীয় চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা এবং অনলাইন পোর্টালে কাজ করেছেন।
তারা ঝিনাইদহ জেলার কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সদস্য। তারা পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।
এদিকে দৈনিক অন্যদিগন্ত পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মনোনীত হওয়ায় সাংবাদিক শাহিদুর রহমান সন্টু ও সাইফুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীরসহ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।