অনুপ্রেরণার সোপান
কাজী মোহাম্মদ আলী পিকু
হে কবি
তোমার প্রতিবাদী কবিতায়
জাগ্রত শব্দরা জাতির জাগরণের আত্মা
শতশব্দের শক্ত গাঁথুনিতে উচ্ছ্বাসের জয়গান
মাওলানা ভাসানির হাঁটা পথেই
হেঁটে চলা তুমি নিবেদিত একপ্রাণ
হে কবি
তোমার জাগ্রত কবিতায়
লাখো জনতার অদম্য সৃষ্টি সম্ভার
হে কবি
তোমার নক্ষত্র আলোকে
হেঁটে চলে রাজপথ কাঁপানো তরুণ তরুণী
হে কবি
তোমার শূন্যতা আজ
আমাদের স্বপ্নজুড়ে অনুপ্রেরণার সোপান।।