ঝিনাইদহ উজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফুড সেফটি মুভমেন্ট এর আয়োজনে শহরের রুফ রয়েল রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফুড সেফটি মুভমেন্টের জেলা শাখার সভাপতি নাসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক, ঝিনাইদহ কলেজের অধ্যক্ষ বাদশা আলম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজালাল বক্তব্য রাখেন। এসময় প্রয়াত অধ্যক্ষ হাবিবুর রহমানের ছেলে আসাদুজ্জামান রানাসহ পরিবারের সদস্যরা এবং ঝিনাইদহ শহরের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী সূধীজনেরা উপস্থিত ছিলেন। প্রয়াত অধ্যক্ষ হাবিবুর রহমান শিক্ষকতার পাশাপাশি ফুড সেফটি মুভমেন্টের সাধারণ সম্পাদক ও এ্যাপেক্স ক্লাব অফ ঝিনাইদহের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
বক্তারা তাঁর বর্ণময় দীর্ঘজীবনাদর্শ নিয়ে আলোচনা করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। আলোচনা শেষে অধ্যক্ষ হাবিবুর রহমানের রুহের মাগফেরাত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করে দোয়া পরিচালিত হয়। উল্লেখ যে, গত ৯ ডিসেম্বর শুক্রবার ভোর ৫টায় হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে অধ্যক্ষ হাবিবুর রহমান মৃত্যু বরণ করেন এবং এর ১৩দিন আগে গত ২৫ নভেম্বর তার স্ত্রী মৃত্যু বরণ করেছিল।