ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন মাগুরার শ্রীপুর উপজেলার কৃতি সন্তান মীর রেজাউল আলম বিপিএম-বার। অত্যন্ত মেধাবী, পেশাদার ও চৌকশ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত মীর রেজাউল আলম ডিএমপিতে অতিরিক্ত কমিশনার(প্রশাসন) হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। মাগুরা শ্রীপুরের চৌগাছী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার পিতা- এম জাফর আলি। পাঁচ ভাই দুই বোনের মধ্যে তিনি পঞ্চম। বড় ভাই মৃত মীর শহিদুল আলমও ছিলেন পুলিশ কর্মকর্তা(কসোভো শান্তি রক্ষা মিশনে তিনি দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণ করেন), মেজভাই মীর মাহবুবুল আলম আমেরিকা প্রবাসী, সেজো ভাই মীর শফিকুল আলম বর্তমানে খুলনার জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন এবং ছোট ভাই মীর নাজমুল আলম বিশিষ্ট ব্যবসায়ী। মীর রেজাউল আলমের স্ত্রী নাফিস সিদ্দিকী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুই সন্তানের জনক। বড় ছেলে মীর নাভিন আলম আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে EEE তে এমএস করছেন এবং ছোট ছেলে মীর রাইয়ান আলম এ লেভেল শেষ করলো।